লন্ডনের হিথরো বিমানবন্দরে জুবাইদা রহমান

লন্ডনের হিথরো বিমানবন্দরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে চেকইন করেছেন জুবাইদা রহমান (Zubaida Rahman)। এরপর বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। তার ঢাকা পৌঁছার সময় নির্ধারিত হয়েছে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-কে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই ঢাকায় ফিরছেন জুবাইদা রহমান। জানা গেছে, ঢাকায় নেমেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশে ফের যাত্রা করবেন।

তবে যাত্রার এই প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব ঘটে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান (Shairul Kabir Khan) বৃহস্পতিবার রাতে জানান, কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হয়। তিনি জানান, “এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়ন করলেই বিষয়টি জানানো হবে।”

এ বিষয়ে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে খালেদা জিয়া ও জুবাইদা রহমান শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় একত্রিত হবেন এবং এরপরই সরাসরি লন্ডনের উদ্দেশে রওনা হবেন। এ প্রস্তুতি ও যাত্রার ধাপ মিলিয়ে খালেদা জিয়ার বিমান ছাড়তে সকাল ১০টা পার হয়ে যেতে পারে।

দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন (Dr. AZM Zahid Hossain) বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, “দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালে কাতার এয়ারলাইন্সের মাধ্যমে তাকে লন্ডনে নিয়ে যাব।”

তিনি আরও জানান, “গত জানুয়ারির মতো এবারও কাতার আমির (Amir of Qatar)-এর পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। এ যাত্রায় দেশ ও দেশের বাইরে থেকে আসা একাধিক চিকিৎসক তার সঙ্গে থাকবেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *