দল বিলুপ্ত করে বিএনপিতে, মনোনয়ন পেলেন লক্ষ্মীপুর-১ আসনে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ রাজনৈতিক দল বিলুপ্ত করে বিএনপিতে (BNP) যোগ দিয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম (Shahadat Hossain Selim)। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর (Amir Khasru Mahmud Chowdhury) হাতে ফুল দিয়ে দলের পতাকা তলে এসে দাঁড়ান সেলিম।

দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে কাজ করছিল বাংলাদেশ এলডিপি। ১২ দলীয় জোটের গুরুত্বপূর্ণ এই শরিক দলের চেয়ারম্যান এবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়ার মাধ্যমে বড় এক রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন।

বিএনপিতে সেলিমের যোগদানের সময় আরও জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-১ (Laxmipur-1) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আমীর খসরু বলেন, “শাহাদাত হোসেন সেলিম হচ্ছেন লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের কাণ্ডারি।”

বিলুপ্ত হওয়া এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু (Tamiz Uddin Titu), যিনি নিজেও উপস্থিত ছিলেন ওই যোগদান অনুষ্ঠানে, বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি বলেন, “বাংলাদেশ এলডিপির ১১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। এর মধ্য দিয়েই বাংলাদেশ এলডিপি বিলুপ্ত হলো।”

যোগদানের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (Shahid Uddin Chowdhury Annie), চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ অন্যান্য নেতা-কর্মীরা।

বিএনপিতে যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন শাহাদাত হোসেন সেলিম ও তমিজ উদ্দিন টিটু। নিজের ভেরিফায়েড পেজে সেলিম সংক্ষেপে লেখেন, “আলহামদুলিল্লাহ”—প্রত্যাশা ও সন্তুষ্টির সুর। আর টিটু তার পোস্টে লেখেন, “বিদায় বাংলাদেশ এলডিপি, স্বাগতম বিএনপি।” রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তনকে ঘিরে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *