জাতীয় নির্বাচনের দিনেই গণভোট মেনে নিল জামায়াতসহ ইসলামী আট দল

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের প্রস্তাব মেনে নিয়েছে নির্বাচনপূর্ব পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) নেতৃত্বাধীন ইসলামী মতাদর্শী আটটি রাজনৈতিক দল। সোমবার (৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয় এক সংবাদ সম্মেলনে। বৈঠকটি হয় পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের (Khelafat Majlish) কেন্দ্রীয় কার্যালয়ে।

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের (Ahmad Abdul Quader) বলেন, “জাতির বৃহত্তর স্বার্থে আমরা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার এবং ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি আমাদের অটুট রয়েছে।”

তিনি আরও জানান, ডিসেম্বরজুড়ে আট দলের শরিক সংগঠনগুলো গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রচারণা চালাবে।

বৈঠকে উপস্থিত ছিলেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (Dr. Hamidur Rahman Azad)। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

প্রসঙ্গত, নির্বাচন ও গণভোট পূর্ববর্তী পাঁচ দফা দাবির ভিত্তিতে এই ইসলামী দলগুলো দেশের আটটি বিভাগেই সমাবেশ করেছে। এতে মূল দাবি ছিল গণভোট, রাজনৈতিক সহিংসতা বন্ধ, ইসলামী মূল্যবোধ রক্ষা, নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বৈষম্য হ্রাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *