তফসিল ঘোষণার পর মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের আকস্মিক মশাল মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশের পর রাজধানীর মোহাম্মদপুরে হঠাৎ করেই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ (Awami League) একটি মশাল মিছিল বের করে রাতের পরিবেশ উত্তপ্ত করে তোলে। প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার কিছু পর পুরান থানা রোডে আগুন জ্বালানো মশাল হাতে প্রায় ৫০–৬০ জন নেতাকর্মী আকস্মিকভাবে মিছিলটি শুরু করে।

ঘটনার সময় গণভবনের বিপরীত পাশে রোডের উপর মিছিলকারীরা কয়েক মুহূর্তের জন্য অবস্থান নিলেও আশপাশের লোকজন হঠাৎ ধাওয়া দিলে তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পালানোর সময় মিছিলকারীরা বেশ কিছু মশাল রাস্তায় ফেলে রেখে যায়, যা পরে ঘটনাস্থলে এসে পুলিশ উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঘটনা সম্পর্কে মোহাম্মদপুর থানা (Mohammadpur Police Station)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন (Mezbaha Uddin) বলেন, “এমন একটি ঘটনার কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত জানানো হবে।”

এ নিয়ে তেজগাঁও বিভাগ (Tejgaon Division)-এর উপপুলিশ কমিশনার ইবনে মিজান (Ibne Mizan) জানান, রাত ৯টার পর পুরান থানা রোডেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ মশাল মিছিলটি বের করে। পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা কয়েক বস্তা মশাল ফেলে পালিয়ে যায়।

বার্তাবাজার/এমএইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *