১৫ মাসের বাসা ভাড়া বকেয়া থাকা সত্ত্বেও গভীর রাতে হঠাৎ করেই পিকআপে করে বাসার সব মালামাল সরিয়ে নিয়েছেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-র ফুফাতো ভাই ও সাবেক সিটি মেয়র খোকন সেরনিয়াবাত (Khokon Serniabat)। বিষয়টি বরিশালজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, বরিশালের কালু শাহ সড়কে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন খোকন সেরনিয়াবাত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান এবং তারপর থেকে বাসাটির কোনো ভাড়াই পরিশোধ করেননি। এভাবে টানা ১৫ মাস বকেয়া পড়ে থাকে।
চলতি বছরের জানুয়ারি মাসে একবার বাসার মালামাল সরানোর চেষ্টা হয়েছিল। কিন্তু তখন স্থানীয়দের বাধার মুখে তা সম্ভব হয়নি। তবে এবার, ১১ ডিসেম্বর মধ্যরাতে পরিকল্পিতভাবে পিকআপে করে সব মালামাল সরিয়ে নেওয়া হয়। স্থানীয়দের দাবি—পলাতক মেয়রের এপিএস আত্মগোপনে থাকা রুবেল ও দুই সাবেক কাউন্সিলরের সহযোগিতায় এই রাতের অপারেশনটি সম্পন্ন হয়।
ঘটনার বিষয়ে বিএনপির এক প্রভাবশালী নেতাকে ফোনে জানানো হলেও, স্থানীয় পর্যায়ের কোনো বিএনপি নেতা ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ রয়েছে।
খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে বরিশাল সিটি করপোরেশনের মেয়র থাকাকালে শতকোটি টাকা অবৈধ আয়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। তার এই আকস্মিক গায়েব হওয়ার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বরিশালবাসীর মধ্যে।
স্থানীয়রা প্রশ্ন তুলছেন, দীর্ঘ ১৫ মাসের ভাড়া বকেয়া রেখে মালামাল সরিয়ে নেওয়া কি একটি সাবেক জনপ্রতিনিধির কাছ থেকে কাম্য? এমন আচরণে তারা বিস্মিত ও ক্ষুব্ধ।


