নি’\রা’\পত্তা শ’\ঙ্কায় ঢা’\কায় আজ দু’\পুর থেকে বন্ধ ভা’\রতীয় ভি’\সা সেন্টার

চলমান পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে আজ (বুধবার) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসা সেন্টারের পরিচালনাকারী প্রতিষ্ঠান আইভ্যাক বাংলাদেশ (IVAC Bangladesh)-এর পক্ষ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর থেকে ভিসা সেন্টারে আর কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হবে না। এতে আবেদনকারীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়ার কথা উল্লেখ করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব আবেদনকারীর আজকের (বুধবার) জন্য স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের কোনো ক্ষতি হবে না। সংশ্লিষ্ট আবেদনকারীদের জন্য পরবর্তীতে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *