ডে’\ভি’\ল হা’\ন্ট ফে’\জ-২ অ’\ভি’\যা’\নে’\র ম’\ধ্যে’\ই আ’\ওয়া’\মী লী’\গে’\র ম’\শা’\ল মি’\ছি’\ল

দেশজুড়ে চলমান ডে’\ভি’\ল হা’\ন্ট ফে’\জ-২ অ’\ভি’\যা’\নে’\র মধ্যেই বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ’\ওয়া’\মী লী’\গে’\র একটি ঝটিকা ম’\শা’\ল মি’\ছি’\ল অনুষ্ঠিত হওয়ার দাবি উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে ম’\শা’\ল মি’\ছি’\ল সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শাজাহানপুর উপজেলা আ’\ওয়া’\মী লী’\গে’\র সভাপতি সোহরাব হোসেন ছান্নু তার ভেরিফায়েড ফেসবুক (Facebook) অ্যাকাউন্টে পোস্ট করেন।

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘অবৈধ তফসিল ও ক্যাংগারু কোর্টের রায়ের বিরুদ্ধে, শাজাহানপুর উপজেলাসহ সারাদেশে অবৈধ গ্রে’\প্তা’\রে’\র প্রতিবাদে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা আ’\ওয়া’\মী লী’\গে’\ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ম’\শা’\লসহ বি’\ক্ষো’\ভ মি’\ছি’\ল।’

তবে ভিডিওটির সত্যতা ও সময়কাল নিয়ে ভিন্নমত জানিয়েছে পুলিশ। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান চালান। তার ভাষ্য অনুযায়ী, শাজাহানপুর এলাকায় সম্প্রতি এমন কোনো ম’\শা’\ল মি’\ছি’\ল অনুষ্ঠিত হয়নি। তিনি ধারণা করেন, ভিডিওটি সম্ভবত অনেক আগেই ধারণ করা হয়েছিল এবং তা এখন পোস্ট করা হয়েছে।

এদিকে, ডে’\ভি’\ল হা’\ন্ট ফে’\জ-২ অ’\ভি’\যা’\নে’\র মতো একটি চলমান নিরাপত্তা অভিযানের প্রেক্ষাপটে এমন ভিডিও সামনে আসায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে বাড়তি সতর্কতা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *