জামায়াত-শিবিরকে যারা হাওয়া দিচ্ছে, তওবা না করলে তাদেরকে ম’\রা মাছির মতো ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে: মুফতি মনির কাসেমী

জামায়াত-শিবিরকে যারা নানাভাবে হাওয়া দিচ্ছে, তারা যদি তওবা করে সঠিক পথে ফিরে না আসে, তাহলে তাদেরকে ম’\রা মাছির মতো ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে—এমন কড়া মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী (Mufti Monir Hossain Kasemi)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা (Jamia Madania Baridhara Madrasa)-এর কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি জামায়াত-শিবির ও তাদের সহযোগীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেন।

মুফতি মনির কাসেমী আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ (Hefazat-e-Islam Bangladesh)-এর সম্মানিত আমির, সকলের মুরুব্বী আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী জামায়াত-শিবির ও তাদের দোসরদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমাদের অবস্থানও তার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, যতদিন পর্যন্ত তারা তওবা করে ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত তাদেরকে কওমি অঙ্গন থেকে কোনোভাবেই ক্ষমা করা হবে না।

তিনি তার বক্তব্যে আরও ইঙ্গিত দেন, আদর্শিক অবস্থান থেকে যারা এখনো বিচ্যুত রয়েছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কওমি অঙ্গনের মনোভাব পরিবর্তন হবে না। স্পষ্ট ভাষায় তিনি বলেন, তওবা ও আত্মশুদ্ধি ছাড়া এই পথ থেকে ফেরার আর কোনো সুযোগ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *