হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে, শনিবার ঢাকায় দ্বিতীয়

চলতি সপ্তাহে আততায়ীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদি (Sharif Osman Hadi)-র প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে, আর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ঢাকায়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানায়।

পোস্টে জানানো হয়, আজ স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির মরদেহ দেশে আনা হবে। ঢাকায় ফ্লাইট অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট।

তার আগে সকাল ১০টায় সিঙ্গাপুরের The Angullia Mosque-এ হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আগামী শনিবার, বাদ জোহর, মানিক মিয়া অ্যাভিনিউতে।

উল্লেখ্য, হাদি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে ইতিহাস ধরে রাখতে গড়ে তোলা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে হাদি ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। সেই সময়কার সাহসী নেতৃত্ব আর একাত্মতা তাকে করে তুলেছিল অনেকের জন্য প্রেরণার প্রতীক।

তার মৃত্যু সংবাদটি জাতির উদ্দেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)। গতকাল রাত সাড়ে ১১টায় দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।”

এরপর রাত সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূস গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, পররাষ্ট্র উপদেষ্টা, বিএনপি (BNP), জামায়াতে ইসলামি (Jamaat-e-Islami), এনসিপি এবং আরও বহু রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

সরকারের পক্ষ থেকে হাদির সম্মানে আজ শুক্রবার দোয়ার আয়োজন এবং আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *