নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রোববার ২১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ভারতীয় সহকারী হাইকমিশন (Indian Assistant High Commission) এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভ্যাকের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। যেসব আবেদনকারীর আগে থেকেই নির্ধারিত ভিসা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য ভবিষ্যতে নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

রোববার আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, “বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম আবার শুরু করা হবে বলেও উল্লেখ করা হয়।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পটভূমিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জুলাই আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদির মৃ’\ত্যু’র পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৮ ডিসেম্বর রাতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়। তারা ইট-পাটকেল ছোড়ে এবং ভারত-বিরোধী স্লোগান দেয়।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধা’\ওয়া-পা’\ল্টা-ধা’\ওয়া ও সং’\ঘর্ষে অন্তত চারজন আ’\হত হন, যাদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। এই ঘটনার পর থেকেই কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত এলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *