বিএনপি (BNP)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর আসন্ন ঢাকা আগমন ঘিরে বাড়ানো হয়েছে সতর্কতা। এই প্রেক্ষাপটে তার বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুই কেবিন ক্রুকে।
বিমানের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, লন্ডন থেকে ঢাকাগামী ২৫ ডিসেম্বরের ফ্লাইটে দায়িত্বে থাকার কথা ছিল জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলামের। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তাঁদের সরিয়ে ফেলা হয়েছে।
সূত্রের ভাষ্য, এ দুই কেবিন ক্রুর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একাধিক ছবি রয়েছে। তারা নিয়মিতভাবে ক্ষমতাসীন দলের নেতা শেখ সেলিমের ফ্লাইটে কাজ করেছেন। এই তথ্যের ভিত্তিতে এবং গ’\বি’\ষণা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ভিআইপি যাত্রীর নিরাপত্তা বিবেচনায় তাদের বদলি করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ওই ফ্লাইটে এখন দায়িত্ব পালন করবেন ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াত। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা। তারেক রহমানের সঙ্গে থাকবেন তাঁর পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা।
এই ধরনের সিদ্ধান্ত নতুন নয়। এর আগেও ২ মে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকে আল কুবরুন নাহার কসমিক এবং মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল গো’\য়েন’\দা প্রতিবেদনের ভিত্তিতে।
উল্লেখ্য, দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমানের এই সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিমান কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলো নানাভাবে সতর্কতা অবলম্বন করছে।


