ঢাকা-১২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাইফুল আলম নীরব মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ (Dhaka-12) আসন থেকে বিএনপি (BNP) ঘোষিত সম্ভাব্য প্রার্থী সাইফুল আলম নীরবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজ ওয়াহিদার কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন এল রহমান, মোজাম্মেল হোসেন সেলিম, মনির আলম রাহিমী, নুরুল হুদা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল হক চঞ্চল, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, শেরে বাংলা নগর থানা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু এবং তেজগাঁও কলেজের সাবেক ভিপি আবু সুফিয়ান দুলাল ও নাইমুর রহমান চৌধুরী।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাইফুল আলম নীরব বলেন, “আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) দেশে ফেরার পর মনোনয়ন জমা দেব।”

তিনি আরও বলেন, “প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করছি। ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো তুলে ধরছেন, আমি সেগুলো নোট করে নিচ্ছি। ইনশাআল্লাহ জয়ী হলে ধাপে ধাপে বাস্তবায়ন করব।”

উল্লেখ্য, ঢাকা-১২ আসনে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও একজন প্রার্থী রয়েছেন—তিনি হলেন সাইফুল আলম খান মিলন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *