দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার পর বিএনপির (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) দেশে ফিরছেন। এই ফিরে আসা ঘিরে সারাদেশে ছড়িয়ে পড়েছে উদ্দীপনা, বিশেষ করে চট্টগ্রাম (Chattogram) থেকে ঢাকায় ছুটছেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকা অভিমুখে ছুটছেন দলীয় শীর্ষ নেতা থেকে তৃণমূল কর্মীরা। কেউ আসছেন ব্যক্তিগত গাড়িতে, কেউ বিমান কিংবা বিশেষ ট্রেনে; আবার অনেকেই বাস বা চেয়ারকোচে সড়ক পথে যাত্রা করছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন (Dr. Shahadat Hossain) জানান, “চট্টগ্রাম থেকে অন্তত এক লাখ নেতাকর্মী ঢাকায় যাবেন তারেক রহমানকে বরণ করতে। ইতোমধ্যেই বাস, ট্রেন ও কোচে করে তারা যাত্রা শুরু করেছেন।”
তিনি বলেন, “এই আয়োজনে কেউ কারও দিক তাকিয়ে নেই। দলীয় ব্যবস্থাপনায়, আবার কেউ নিজের উদ্যোগে ঢাকা রওনা দিয়েছেন।” তিনি আরও জানান, ২০-২২ বগির একটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে চট্টগ্রাম থেকে আগতদের জন্য।
এদিকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (Barrister Mir Mohammad Helal Uddin) ইতোমধ্যেই সোমবার রাতে বিমানযোগে ঢাকায় পৌঁছেছেন।
তার এলাকার নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বাস ও কোচের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করেছে। এভাবে ঢাকার পথে প্রতিদিনই বাড়ছে সমর্থকদের ঢল।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সৃষ্টি হয়েছে এক ধরনের আবেগঘন পরিবেশ। দলের নেতা-কর্মীদের মধ্যে ফিরে এসেছে দীর্ঘদিনের জমে থাকা রাজনৈতিক উন্মাদনা ও প্রত্যাশা।


