মিত্রদের জন্য আরও ৭ আসনে ছাড় দিল বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে আরও সাতটি আসনে দলীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি (Bangladesh Nationalist Party)। এসব আসনে বিএনপির পরিবর্তে মিত্র দলগুলোর প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। তিনি বলেন, সমঝোতার ভিত্তিতে ঢাকা-১২, বগুড়া-২, ঝিনাইদহ-৪, পিরোজপুর-১, যশোর-৫, পটুয়াখালী-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-৬—এই সাতটি আসনে বিএনপির কোনো দলীয় প্রার্থী থাকবে না।

সালাহউদ্দিন আহমদ জানান, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির (Revolutionary Workers Party) সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচনে অংশ নেবেন। বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের (Nagorik Oikya) সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রার্থী হচ্ছেন। পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের (Gonodhikar Parishad) নুরুল হক নুর এবং ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁন নির্বাচন করবেন।

এ ছাড়া পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী ফিরোজ) নেতা মোস্তফা জালাল হায়দার, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের (Ganosamhati Andolon) সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের (Islami Oikya Jote) মুফতি রশীদ বিন ওয়াক্কাস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগের দিন মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য চারটি আসনে বিএনপি ছাড় দেয়। বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন জমিয়ত নেতারা। এর মধ্যে নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ-৪ আসনে মাওলানা মনির হোসেন কাসেমী, সিলেট-৪ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যেসব আসনে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে, সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। একই সঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট আসনগুলোতে সমঝোতাভুক্ত দলগুলো ছাড়া অন্য কোথাও ওই দলগুলোর প্রার্থী থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *