বি’\এন’\পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)–এর দেশে আগমন ঘিরে স্মৃতিচারণ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (Bangladesh Jatiya Party – BJP) চেয়ারম্যান আন্দালিভ পার্থ (Barrister Andaleeve Rahman Partho)। এক ফেসবুক পোস্টে তিনি তুলে ধরেন, কীভাবে প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন—”তারেক রহমান আসবেন”, এবং তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ।
আন্দালিভ পার্থ লিখেছেন, “সেই সময় দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে কথাটা বলা সহজ ছিল না। আমি কোনো হিসেব করে বলিনি, ভবিষ্যদ্বাণীও করিনি—শুধু এক অগাধ বিশ্বাস থেকে বলেছিলাম।”
তার কথায়, “আমার দৃঢ় বিশ্বাস ছিল—তারেক রহমানের মতো জনগণের এক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচায় নির্ধারিত হয় না। সেটা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায় এবং জনগণের মাধ্যমে, সঠিক সময়ে।”
শেষে তিনি বলেন, “আজ সেই সময়। অভিনন্দন বি’\এন’\পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। অভিনন্দন সারা বাংলাদেশের বি’\এন’\পি’র লক্ষ লক্ষ নেতাকর্মীকে। অভিনন্দন বাংলাদেশের জনগণকে…”
তার এই পোস্টে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দলীয় আবেগ ও জনসম্পৃক্ততার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।


