জিয়া উদ্যানের পথে তারেক রহমান, নেতাকর্মীদের ঢলে মুখর আশপাশের এলাকা

বি’\এন’\পি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)–এর কবর জিয়ারতের উদ্দেশ্যে আজ শুক্রবার রাজধানীর জিয়া উদ্যানের পথে রওনা হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)।

দুপুর ২টা ৫৩ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে। গন্তব্য—শহীদ রাষ্ট্রপতির সমাধি জিয়ারত। তার এই আগমন ঘিরে আগে থেকেই জিয়া উদ্যান এলাকাজুড়ে জমে ওঠে বি’\এন’\পি নেতাকর্মীদের ভিড়।

জানা গেছে, ভক্ত-সমর্থকেরা দীর্ঘ সময় আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন। সড়কের দুই পাশে টানানো হয়েছে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia) এবং তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন। নেতাকর্মীরা ছিলেন স্লোগানে স্লোগানে উজ্জীবিত।

এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বহুদিন পর তারেক রহমানের সরাসরি অংশগ্রহণকে কেন্দ্র করে উদ্দীপনা ছড়িয়ে পড়ে দলের বিভিন্ন স্তরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *