আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে—এ নিয়ে আর কোনও সংশয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা (Chief Adviser)–এর প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam)। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, ৩০০ ফিটে বি’\এন’\পি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান (Tarique Rahman)–কে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক জনতা উপস্থিত হওয়া প্রমাণ করে যে, জনগণ নির্বাচনকে ঘিরে প্রস্তুত।
প্রেস সচিবের ভাষায়, “সাধারণ নির্বাচন এবং গণভোট এখন মাত্র সাত সপ্তাহ দূরে—৪৯ দিন। নির্বাচন সময়মতো হবে কি না, তা নিয়ে আমার কখনও সন্দেহ ছিল না। যদিও এমন কিছু সময় এসেছিল, যখন আমাকে আমার উৎসাহ সামলে রাখতে হয়েছে। তবে গতকালের ঘটনাগুলো স্পষ্ট করে দিয়েছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে।”
তার ব্যাখ্যায়, দেশজুড়ে নির্বাচনী তৎপরতা শুরু হয়ে গেছে। “রেকর্ড ভাঙা জনতা মৌসুমের তীব্র শীত উপেক্ষা করে ৩০০ ফিটে বি’\এন’\পি’র নেতাকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল। এটি নির্বাচনের জন্য দেশের প্রস্তুতির স্পষ্ট প্রমাণ,” লিখেছেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, এক-দুই দিনের মধ্যেই সংসদীয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ গ্রামে ফিরে গিয়ে প্রচার শুরু করবেন। দেশের ছাপাখানাগুলো ফুল গতিতে কাজ শুরু করবে, টেলিভিশন চ্যানেলগুলোয় ছড়িয়ে পড়বে নির্বাচনী বিতর্ক—যা পৌছে যাবে প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পর্যন্ত।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে গভীর ক্ষত এবং বিভাজনের রেখা তৈরি হয়েছে, তা কেবলমাত্র একটি বিশ্বাসযোগ্য নির্বাচনই সারিয়ে তুলতে পারে—এমন মন্তব্যও করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


