তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরে এসেছেন বি’\এন’\পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। এই প্রত্যাবর্তনকে নির্বাচন-সংক্রান্ত প্রেক্ষাপটে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (Indian Ministry of External Affairs)–এর মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে ভারতের এক সাংবাদিক তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রশ্ন করলে মুখপাত্র বলেন, “বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে ভারত। তারেক রহমানের ফিরে আসাকে সেই আলোকেই দেখা উচিত।”

নির্বাচনে আওয়ামী লীগ (Awami League) অংশ নিতে পারবে না—এমন প্রশ্নে রণধীর জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য না করলেও বলেন, “বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত।”

একই ব্রিফিংয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা প্রসঙ্গে প্রশ্ন উঠলে রণধীর বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা এসবের নিন্দা জানাই এবং প্রত্যাশা করি, অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।”

তার বক্তব্যে স্পষ্ট, ভারতের দৃষ্টিতে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত। আর তারেক রহমানের দেশে ফেরা সেই রাজনৈতিক প্রেক্ষাপটেরই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *