জাতীয় নাগরিক পার্টি (এনসিপি – National Citizen Party) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন (Tajnuba Jabin)। রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তাজনূভা জাবীন এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে তাঁকে প্রার্থী হিসেবেও ঘোষণা দিয়েছিল দলটি। তবে দলটির ভেতরে চলমান নীতিগত দ্বন্দ্ব ও জোট রাজনীতি ঘিরে অস্থিরতার মধ্যেই তাঁর এই পদত্যাগের ঘোষণা এলো।
নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে এনসিপির ভেতরে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছিল। বিষয়টি অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ প্রকাশ্য আপত্তি জানাতে শুরু করে। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যায় দল ছাড়ার ঘোষণা দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসনিম জারা (Tasnim Jara)।
এরও আগে, গত বৃহস্পতিবার এনসিপি থেকে পদত্যাগ করেন জামায়াতবিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক (Mir Arshadul Haque)। একের পর এক পদত্যাগে দলটির ভেতরের বিভাজন এখন আর গোপন থাকছে না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জামায়াতের সঙ্গে সমঝোতা প্রশ্নে এনসিপির আদর্শিক অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে স্পষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে। তাজনূভা জাবীনের পদত্যাগ সেই সংকটকে আরও প্রকাশ্য করে তুলেছে। সামনে আরও কোনো শীর্ষ নেতা দল ছাড়েন কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।


