জামায়াত সহ সমমনা আট দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) ও তাদের সমমনা আটটি দলের সঙ্গে মিলিতভাবে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, এটি একটি কৌশলগত নির্বাচনী সমঝোতা। তিনি জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যার ফলে জামায়াত ও সমমনা দলগুলোর সঙ্গে এই সমঝোতায় পৌঁছেছে এনসিপি।

সংবাদ সম্মেলনের শুরুতে নাহিদ বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়া। সেই অনুযায়ী সারাদেশ থেকে মনোনয়ন আহ্বান করি। এমনকি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আমাদের একটি প্রাথমিক জোটও হয়েছিল।’

তবে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ঘটনার উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শরিফ ওসমান হাদির শাহাদাত এবং তাঁকে প্রকাশ্যে গু’\লি করার ঘটনাই রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দেয়। এ ঘটনার মাধ্যমে আধিপত্যবাদী শক্তির সক্রিয়তা স্পষ্ট হয়ে ওঠে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষায়, ‘সেদিন ওসমান হাদির গায়ে গু’\লি লেগেছে, কালকে আপনার গায়ে, পরশু আমার গায়ে লাগবে। প্রথম ও প্রধান টার্গেট করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণ, নাগরিক, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের।’

এনসিপি মনে করছে, এ পরিস্থিতিতে একটি বিস্তৃত ঐক্য না গড়লে নির্বাচন সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হবে না, বরং স্বাধীনতার পক্ষের শক্তিগুলো আবার কোণঠাসা হয়ে পড়বে। সেই চিন্তা থেকেই দলটি জামায়াতসহ সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতায় সম্মত হয়েছে।

জানানো হয়, এই সমঝোতায় ন্যূনতম কিছু বিষয়ে মতৈক্য হয়েছে। আদর্শগত নয়, শুধুমাত্র নির্বাচনী সময়ে একত্রে পথচলার একটি কৌশলগত ঐক্য এটি। নাহিদ বলেন, ‘নির্বাচনী বৈতরণী পার হওয়ার পাশাপাশি সংস্কার, বিচার এবং আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী ন্যূনতম কর্মসূচিও আমাদের থাকবে।’

আগামীকাল সোমবার দলীয় প্রার্থীদের নাম চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া হবে। সমঝোতায় থাকা প্রার্থীরাই মনোনয়ন জমা দেবেন বলে জানান নাহিদ। তিনি আরও বলেন, ‘বৃহত্তর ঐক্য করেছি নির্বাচনকে কেন্দ্র করে। এনসিপি তার লক্ষ্য-আদর্শ নিয়েই কাজ করবে।’

দুই নারী নেত্রীর পদত্যাগে দল ভাঙছে কি না—এমন প্রশ্নে নাহিদ বলেন, এটি তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। দলীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তেই এই সমঝোতা হয়েছে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, এনসিপি নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেবে এবং জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আরিফুল ইসলাম আদীব, আবদুল হান্নান মাসউদ, মাহমুদা মিতু ও দিলশানা পারুল প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *