কুমিল্লা-৪: হাসনাতের জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party) ও জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি এই আসন ছেড়ে দিয়েছেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুক প্রোফাইলে এক ঘোষণায় সাইফুল ইসলাম শহীদ জানান, “এনসিপির সঙ্গে জামায়াতের নির্বাচনী জোট হওয়ায় কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমরা দলীয় সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করি।”

এর আগে বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) ও এনসিপি যুক্ত হয়ে ১০ দলীয় জোট গঠন হয়েছে।

সাইফুল ইসলাম শহীদ বলেন, “কয়েক মাস ধরে আমার নির্বাচনী প্রচারণায় অনেক নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি তাঁদের প্রতি চিরঋণী। দ্বীন বিজয়ের আন্দোলনে আমরা একসঙ্গে থেকেই কাজ করব।”

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, “সাইফুল ইসলাম শহীদ যে উদারতা দেখিয়েছেন, তা তাঁর ব্যক্তিত্ব ও দলীয় আনুগত্যের দৃষ্টান্ত। আমরা মিলেমিশে দেবিদ্বারের উন্নয়নে কাজ করতে চাই।”

এনসিপির প্রার্থী হিসেবে হাসনাত আবদুল্লাহ এখন কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *