বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কেনা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে না পারায় প্রার্থী হতে পারলেন না আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম (Ashraful Alam aka Hero Alom)। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে গেলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
এর আগে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে আমজনতা পার্টি (Amjonota Party)–র হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন হিরো আলম। তবে ফরম পূরণে অতিরিক্ত সময় নেওয়ার কারণেই নির্ধারিত সময়ের আধাঘণ্টা পরে তিনি দাখিলের জন্য আসেন।
বিষয়টি নিয়ে হিরো আলম বলেন, “আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট বেশি সময় লেগেছে। আমি সাড়ে ৫টায় গিয়ে জমা দিতে চাইলেও তা নেয়া হয়নি।”
এদিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, “তাকে আগেই জানানো হয়েছিল যে, বিকেল ৫টার মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। সময়সীমা পেরিয়ে যাওয়ায় আমরা নিয়ম অনুযায়ী তার মনোনয়ন গ্রহণ করিনি।”
মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে হিরো আলম নির্বাচন ঘিরে নিজের উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমি সব সময় হামলা-মামলার শিকার হয়ে আসছি। আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অনেক প্রার্থীই এই দাবিটি তুলেছেন। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু বিগত নির্বাচনগুলোতে সেটা হয়নি।”
এ সময় তিনি আরও বলেন, “অনেকে আমাকে বগুড়া-৬ আসন থেকে নির্বাচনের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই আসনে নির্বাচন করছেন, তাই আমি তার প্রতি সম্মান জানিয়ে সেই আসনে যাচ্ছি না। আমি আগেও বগুড়া-৪ থেকে নির্বাচন করেছি, এবারও করতাম, যদি সময়মতো জমা দিতে পারতাম।”
হিরো আলমের এই মনোনয়ন বাতিলের ঘটনা নির্বাচনী মাঠে আলোচিত বিষয় হয়ে উঠেছে, বিশেষত একজন স্বতন্ত্র ও জনপ্রিয় মুখ হিসেবে তাঁর উপস্থিতি এ আসনে ভিন্নমাত্রা যোগ করত।


