বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র জানাজা উপলক্ষে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত সড়ক ও ক্রসিংগুলোয় যান চলাচল নিয়ন্ত্রিত বা সম্পূর্ণ বন্ধ থাকবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ট্রাফিক নির্দেশনাগুলো বিস্তারিতভাবে জানানো হয়েছে।
যেসব সড়কে থাকবে যান চলাচল সীমিত বা বন্ধ:
- ইন্দিরা রোড এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প দিয়ে নামা বন্ধ থাকবে; বিকল্প হিসেবে এফডিসি র্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।
- সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণি অভিমুখে যান চলাচল সীমিত থাকবে।
- কাজী নজরুল ইসলাম এভিনিউ যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
- প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ বিজয় সরণি/ফার্মগেট পর্যন্ত সীমিত গাড়ি চলবে।
- বনানী-মহাখালী-গুলশান ও এয়ারপোর্ট রোড থেকে রমনা/মতিঝিলগামী গাড়িগুলোকে মগবাজার ফ্লাইওভার ও মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
- মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রং রোড দিয়ে চলতে বলা হয়েছে।
- মিরপুর থেকে রমনা-মতিঝিলগামী যানবাহন শ্যামলী থেকে বাম দিকে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড হয়ে জাহাঙ্গীরগেট-মহাখালী-মগবাজার ফ্লাইওভার ব্যবহার করবে।
- পান্থপথ থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং পর্যন্ত সড়কে যান চলাচল সীমিত থাকবে।
- ধানমন্ডি ৩২ ও প্রয়োজনে সায়েন্সল্যাব ক্রসিং থেকে ডাইভারশন কার্যকর হবে।
- প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণমুখী যান চলাচল সীমিত থাকবে।
যেসব গুরুত্বপূর্ণ ক্রসিং পুরোপুরি বন্ধ থাকবে:
- ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং
- ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং
- বিজয় সরণি ক্রসিং
- উড়োজাহাজ ক্রসিং
- আসাদগেট ক্রসিং
- রাপা প্লাজা ক্রসিং
- গণভবন ক্রসিং
এই রুটগুলো অনুযায়ী সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে:
- রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং,
- ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ (আড়ং পর্যন্ত),
- বিজয় সরণি থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং,
- উড়োজাহাজ ক্রসিং থেকে খেজুরবাগান হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত।
যেসব স্থানে পার্কিং করা যাবে:
- ঢাকা মহানগরের যানবাহন পার্কিং করা যাবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে।
- ঢাকার বাইরে থেকে আগত বাস ও যানবাহন পার্কিং করতে হবে:
- মতিঝিল বাণিজ্যিক এলাকা
- শাহবাগ থানা এলাকা
- উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌবাজার বা গরুর হাট এলাকা
- পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড।
ডিএমপি নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে, যাতে জানাজা অনুষ্ঠান নির্বিঘ্ন ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়।


