বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র ইন্তেকালে শ্রদ্ধা জানিয়ে বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (Dr. Syed Abdullah Mohammad Taher)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেন।
তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিক্যাল থানা সভাপতি ও ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
শোক বইতে স্বাক্ষরের পর জামায়াত নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত নেতাদের প্রতি সমবেদনা জানান।
ডা. তাহের পরে উপস্থিত সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন, যেখানে তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, “তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় অধ্যায়।”
বিএনপি কার্যালয়ে শোক বইতে জামায়াত নেতাদের এই স্বাক্ষর রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।


