আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর: উপদেষ্টা ফারুকী

‘ইলেকশনই পুলসিরাত নয়। আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর এবং সেটা হবে দীর্ঘ’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একথা লিখেছেন তিনি। ‘একটা স্থিতিশীল বাংলাদেশ চাইলে প্রধান দুই দল—বিএনপি এবং জামায়াত-এর মধ্যে একটা শ্রদ্ধাপূর্ণ এবং ফাংশনাল রিলেশনশিপ থাকা দরকার’ বলেও উল্লেখ করেন সংস্কৃতি উপদেষ্টা।

তিনি বলেন, ‘বহু বিষয়ে মতপার্থক্য থাকবে, কারণ দুইটা দল আলাদা। কিন্তু একটা রেসপেক্টফুল ওয়ার্কিং রিলেশন না থাকলে নির্বাচনের পরে বহুমুখী শত্রুর আক্রমণে সরকার পরিচালনাই কঠিন হবে। হাউজ ক্লিনিং, রিফর্ম, পলিসি ইমপ্লেমেনটেশন তো অনেক দূরের কথা।’

মোস্তফা সরয়ার ফারুকী আরও লেখেন, ‘মনে রাখতে হবে, আগামী সরকার পরিচালনা সহজ কিছু হওয়ার কোনো সুযোগই নাই। এই জন্যই কবি বলে ওঠেন, কোনো কোনো নির্বাচনে জেতা পরাজয়ের মতোই হয়ে উঠতে পারে।’

বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাক্ষাৎ করেছেন। তাকে সমবেদনা জানানোর পর বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন ডা. শফিক।

দুই দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎকার প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে লেখেন, ‘বেগম খালেদা জিয়াকে উপলক্ষ করে দুই দলের এই যোগাযোগকে বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আশাব্যঞ্জক ভাবতে চাই। যোগাযোগ গভীর হোক, শ্রদ্ধাপূর্ণ হোক।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *