আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিদেশি আগমন নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন (Md. Touhid Hossain)।
তিনি বলেন, “নির্বাচনের সময় এমন কিছু ব্যক্তি দেশে আসতে পারেন, যারা কাম্য নয়, বা যাদের আগমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে। এ কারণেই অন-অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ করা হয়েছে।” তবে তিনি স্পষ্ট করে দেন, বাংলাদেশ ভিসা নীতিতে কঠোরতা আনেনি—“যাদের ভিসা থাকবে এবং যাদের আগমনের উদ্দেশ্য সঠিক, তারা স্বাভাবিকভাবেই বাংলাদেশে আসতে পারবেন।”
এই ব্রিফিংয়ে তিনি বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিও নিয়েও কথা বলেন। তার ভাষায়, “বিষয়টি আমাদের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে ব্যবস্থা নিচ্ছে বলে জানি।”
গাজায় শান্তিরক্ষা বাহিনী পাঠানো নিয়ে সরকারের অবস্থান
গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষা বা স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশ সেনা পাঠাবে কি না—এ প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “গাজায় ফোর্স পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এটা এখন কেবল আলোচনা পর্যায়ে আছে। ঠিক হয়নি, কে থাকবে, কে থাকবে না।”
তিনি বলেন, বাংলাদেশ সেনা পাঠানোর ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে—
১. বাংলাদেশ যুদ্ধ করতে যাবে না।
২. এমন কোনো কর্তৃপক্ষ থাকলে, যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়, সেক্ষেত্রেও বাংলাদেশ যাবে না।
৩. আন্তর্জাতিকভাবে স্বচ্ছ, নিরাপদ ও সমন্বিত পরিবেশ সৃষ্টি না হলে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
তৌহিদ হোসেনের ভাষায়, “আমাদের শর্তগুলো পরিষ্কার। এরপর আমরা চিন্তাভাবনা করব।”
মায়ানমার সীমান্ত সংঘাত নিয়ে আপত্তি জানানো হয়েছে
সাম্প্রতিক সময়ে মায়ানমার সীমান্তে সংঘাত ও গোলাগুলির ঘটনায় বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হলো কূটনৈতিকভাবে আপত্তি জানানো। আমরা তাদের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানিয়েছি।”
তবে সংঘাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অপারগতা জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে যারা সরাসরি মাঠে কাজ করছেন, তাদের কাছেই সুনির্দিষ্ট তথ্য রয়েছে। আপনারা জানেন, এ বিষয়ে অনেকখানি দেখভাল করেন ড. খলিলুর রহমান। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। দেশে ফিরলে তিনি এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।”


