ক্ষমতায় এলে মনোনয়নবঞ্চিত শরিকদের ‘যথাযথ মূল্যায়নের’ আশ্বাস তারেক রহমানের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান (Tarique Rahman)। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বৈঠক সূত্র জানায়, তারেক রহমান বলেন, “আপনারা অতীতের মতো আসন্ন নির্বাচনেও ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বিএনপি সরকার গঠন করলে যোগ্যতা অনুযায়ী আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।”

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান (Nazrul Islam Khan) উপস্থিত ছিলেন।

প্রথমে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হয়। উপস্থিত ছিলেন—ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এমএ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) ফিরোজ মুহাম্মদ লিটন প্রমুখ।

এরপর বৈঠক হয় জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে। অংশ নেন—জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাস, এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।

জোট নেতারা বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে তাদের ত্যাগ ও ভূমিকার কথা তুলে ধরেন এবং বলেন, “আমরা মনোনয়ন না পেলেও মনোক্ষুণ্ন নই। আপনার কাছে প্রত্যাশা, সরকার গঠনের পর আমাদের উপযুক্ত মূল্যায়ন করবেন।”

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকজুড়ে তারেক রহমান নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *