আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল মনোনীত ধানের শীষের প্রার্থীদের জন্য সাত দফা নির্বাচনি প্রচারণা নির্দেশনা জারি করেছে বি’\এন’\পি (BNP)। রোববার (১৯ জানুয়ারি) রাতে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার পুরোদমে শুরু হবে। এ সময় প্রচারণার প্রতিটি উপকরণ ব্যবহারে নির্বাচন কমিশনের বিধিবিধান কঠোরভাবে মানতে হবে।
বিএনপির দেওয়া সাতটি নির্দেশনা হলো:
এক. ব্যানারের সর্বোচ্চ মাপ ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট ৮.২৭ বাই ১১.৬৯ ইঞ্চি, পোর্ট্রেট ছবি ৬০ বাই ৪৫ সেন্টিমিটার এবং ভোটার স্লিপ ১২ বাই ৮ সেন্টিমিটার নির্ধারণ করা হয়েছে।
দুই. নির্বাচনি প্রচারে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।
তিন. ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট, প্রার্থীর ছবি ও ভোটার স্লিপ সাদা-কালো রঙে ছাপাতে হবে। কেবল বিলবোর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে রঙিন লেখা ও ছবি ব্যবহার করা যাবে।
চার. প্রচারণার উপকরণে প্রার্থীর নির্বাচনী প্রতীক ও নিজের ছবি ছাড়া কেবলমাত্র বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ব্যবহার করার অনুমতি থাকবে।
পাঁচ. প্রিন্টারের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখবিহীন কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট বা ফেস্টুন ব্যবহার করা যাবে না।
ছয়. একজন প্রার্থী ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না নির্বাচনি এলাকায়।
সাত. নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণ চলাকালীন ড্রোন, কোয়াডকপ্টার কিংবা এ ধরনের যন্ত্র ব্যবহার নিষিদ্ধ।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করলে দলীয় প্রার্থীরা নির্বিঘ্নে এবং শৃঙ্খলার সঙ্গে প্রচারণা চালাতে পারবেন।


