জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, কমিশনের আচরণে পক্ষপাতিত্ব স্পষ্ট, যা তাদের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দিকে ঠেলে দিচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না। এই নির্বাচনে আমরা অংশ নেব কি না, তা এখনো বিবেচনায় রয়েছে।”
আসিফ মাহমুদ অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি কিংবা ঋণখেলাপিদের গ্যারান্টারদের ক্ষেত্রেও ইসি বৈষম্যমূলক আচরণ করেছে। “বিভিন্ন মাধ্যমে আমরা খবর পেয়েছি—অনেককে ছাড় দেওয়া হয়েছে,” বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল-এর নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পরিকল্পিত নাটক। “আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে—যেদিন আপিল শুনানির শেষ দিন—ছাত্রদলের দুই-তিন হাজার কর্মী এক ধরনের মব তৈরি করেছে, যেন বাইরে থেকে এক্সটারনাল প্রেশার সৃষ্টি করা হয়,” বলেন তিনি।
আসিফ মাহমুদ আরও বলেন, “রায়ের পূর্বমুহূর্তে অভিযুক্তদের পক্ষের লোকদের সঙ্গে বসে কমিশনাররা আলোচনায় মেতে ওঠেন। যেখানে তারা ১৫ মিনিটের কথা বলে দেড় ঘণ্টা সময় ব্যয় করেন। এর পরে দেওয়া রায় যে একপাক্ষিক হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।”
তিনি অভিযোগ করেন, ইসি সদস্যরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন। “বৈঠক শেষে তারা যে রায় দিলেন, তাতে পক্ষপাত স্পষ্ট হয়েছে। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত,” বলেন এনসিপির এই মুখপাত্র।


