নির্বাচন সামনে রেখে তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, ঢাকার প্রবেশপথে বসবে চেকপোস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে রাজধানী ঢাকাসহ তিনটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র ৩৮ প্লাটুন মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে এই মোতায়েন কার্যকর হবে বলে জানিয়েছেন বিজিবির ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঢাকা সেক্টরের আওতায় বিজিবির মোট ৩৮ প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুই আসনে ৬ প্লাটুন, ফরিদপুরে চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন মোতায়েন থাকবে।”

বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে চেকপোস্ট। এসব চেকপোস্টে তল্লাশির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানো হবে।

বিজিবি জানায়, এবার মাঠে নামছে কে-৯ ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF), প্রয়োজন হলে ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে হেলিকপ্টারও। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে প্রথমবারের মতো ব্যবহার করা হবে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি এবং উন্নত সিগন্যালিং সরঞ্জাম।

পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি মনিটরিং সেলও চালু করা হয়েছে।

গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান বলেন, “এবার বিজিবি’র ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে অথবা গুনাত্মক পরিস্থিতি সৃষ্টি হলে বিজিবি তাৎক্ষণিকভাবে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।”

তিনি আশা প্রকাশ করেন, “সরকার, নির্বাচন কমিশন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *