আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে দলটি তাদের নির্বাচনি অঙ্গীকার তুলে ধরবে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের শীর্ষস্থানীয় নেতারা। দলটির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানান, এনসিপির ইশতেহারে মূলত গুরুত্ব পাবে সুশাসন, সংস্কার এবং জাতীয় সার্বভৌমত্ব। সেই সঙ্গে ইশতেহারে বিশেষভাবে স্থান পাচ্ছে নারী অধিকার, কর্মসংস্থান সৃষ্টি, সময়োপযোগী শিক্ষানীতি এবং জলবায়ু পরিবর্তন ইস্যু।
এই ইশতেহার অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী নির্বাচনে এনসিপির অবস্থান, নীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনা স্পষ্ট হবে বলে দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।


