শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী সমর্থকরা: রিজভী

বিএনপির নারী কর্মী সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

ইসলামকে সবচেয়ে সিভিলাইজড ধর্ম উল্লেখ করে রিজভী বলেন, ‘ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী।’

তিনি আরও বলেন, ‘জামায়াত ও ছাত্র শিবির নারীদের অনলাইন অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে।’

জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না।’

একটি গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না বলেও আশা প্রকাশ করেন রিজভী আহমেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *