তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কাজ করলেও তাকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর শাহবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেয়ার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।

এসময় ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এই এনসিপি বলেন, অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনো আপোস করা হবে না। নির্বাচিত হলে নিজ আসনে জনকল্যাণে বিভিন্ন উন্নয়ন কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *