রংপুর সফর শেষে বগুড়ায় ফিরলেন তারেক রহমান, শনিবার ঢাকায় ফেরার পথে জনসভা সিরাজগঞ্জ-টাঙ্গাইলে

রংপুরে নির্বাচনী জনসভা শেষে রাজধানী ঢাকার পথে রওনা হওয়ার আগে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে তারেক রহমান বগুড়ায় ফিরেছেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি ফোর স্টার হোটেল নাজ গার্ডেনে অবস্থান নেন। সেখানে দলীয় নেতাকর্মী ও প্রার্থীরা তাকে স্বাগত জানান।

হোটেল নাজ গার্ডেনের মালিক ও সাবেক বিএনপি নেতা মোহাম্মদ শোকরানা জানান, তারেক রহমান রাতে হোটেলেই ডিনার করেছেন এবং সকালে ব্রেকফাস্ট শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দলীয় প্রার্থী মোশাররফ হোসেন জানান, তারেক রহমান বগুড়ায় রাতযাপন শেষে শনিবার সড়কপথে ঢাকায় রওনা হবেন। এ পথে তিনি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বলে জানান তিনি।

রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল—উত্তর ও মধ্যাঞ্চলের এই ধারাবাহিক সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতারা মনে করছেন, এটি তৃণমূলে নির্বাচনী মনোবল জাগাতে ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *