উত্তরাঞ্চলে টানা তিনদিনের প্রচার শেষে এবার দক্ষিণাঞ্চলের পথে তারেক রহমান (Tarique Rahman)। আগামী সোমবার, ২ ফেব্রুয়ারি সকালে হেলিকপ্টারে করে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারম্যান। খুলনায় পৌঁছে নগরীর প্রভাতী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।
জানা গেছে, খুলনার এই জনসভায় তিনি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিএনপি প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। এরপর সেখান থেকে যশোরের পথে হেলিকপ্টারে যাত্রা করবেন তারেক রহমান।
যশোর সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। সফর শেষে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন তিনি। এরপরই তিনি যাবেন বরিশালে।
তারেক রহমানের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার (ABM Abdus Sattar) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রাজশাহী, নওগাঁ, বগুড়া ও রংপুরে অনুষ্ঠিত চারটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেন বিএনপি চেয়ারম্যান। সফরের শেষ দিনে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশ করে ঢাকায় ফেরেন তিনি। তার এ সফরকে ঘিরে খুলনা ও যশোরে নেতাকর্মীদের মাঝে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি।


