প্রস্তুত বিএনপি’র জুলাই ঘোষণাপত্রের প্রস্তাব

ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ও এর আইনগত দিক নিয়ে প্রশ্ন থাকলেও গণ–অভ্যুত্থানের পক্ষের শক্তির ঐক্য ধরে রাখার বিষয় বিবেচনায় নিয়ে জুলাই গণ–অভ্যুত্থানের ‘ঘোষণাপত্রের’ জন্য দলের প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিএনপি। দলটি এখন তাদের প্রস্তাবের ওপর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মতামত নেওয়া শুরু করেছে। বিএনপি মিত্র দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত করে তা সরকারকে দেবে বলে দলটির একাধিক নেতা জানিয়েছেন।

দলটির নেতাদের সাথে কথা বলে জানা গেছে, বিএনপি তাদের প্রস্তাবে ১৬টি দফা তুলে ধরলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তৈরি করা ঘোষণাপত্রের যে খসড়া পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে, এর সঙ্গে বিএনপির প্রস্তাবের অমিল রয়েছে অনেক কিছুতেই।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছাত্রদের খসড়ায় শুধুমাত্র ২০২৪ সালের জুলাই–আগস্টের ৩৬ দিনের আন্দোলন ও গণ–অভ্যুত্থান প্রাধান্য পেয়েছে। এতে রাজনৈতিক দলগুলোর অবদানের কথা সেভাবে আসেনি। স্বৈরাচার শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে বিগত ১৬ বছরের আন্দোলন ও নির্যাতিত হওয়ার ঘটনাপ্রবাহ এবং শেষ পর্যন্ত গণ–অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর অবদানকে অন্তর্ভুক্ত করেই প্রস্তাব তৈরী করেছে বিএনপি। এছাড়া স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক সব আন্দোলন ও ঐতিহাসিক বিভিন্ন পরিবর্তনও জায়গা পেয়েছে বিএনপির প্রস্তাবে। একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গও তাদের প্রস্তাবে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা পত্রের আদলেই বিএনপি তাদের প্রস্তাবে ১৬টি দফার প্রতিটির শুরুতেই ‘যেহেতু’ শব্দ ব্যবহার করেছে। শেষ দফায় তারা নির্বাচনের কথা এনেছে। এই দফায় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন সমাজের অভিপ্রায় থেকে ন্যূনতম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজনেই কথা বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *