বরিশালে বিশেষ অভিযানে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি (Touhid Afridi) কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশালের বাংলাবাজার এলাকায় সিআইডির একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

যাত্রাবাড়ী থানায় দায়ের করা এ হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) কে। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (Obaidul Quader) এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন (Abdullah Al Mamun)।

এর আগে একই মামলায় তৌহিদের বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী (Nasir Uddin Sathi) কে গত ১৭ আগস্ট ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঢাকা থেকে আসা সিআইডির দল স্থানীয় পুলিশের সহায়তায় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে। মামলায় মোট ২৫ জন নামীয় আসামির পাশাপাশি আরও প্রায় ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *