যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল : হাসনাত

ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির ঘোষিত ১৭১ আহ্বায়কের মধ্যে একজন গে (সমকামি) একটিভিষ্ট ছিলেন , যা অনলাইনে ব্যাপক সমালোচনা তৈরি করে। আর এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাকে সরিয়ে দেওয়া হয়, আর সে ব্যাপারে হাসনাত লিখেন ,

, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো’।

তিনি লেখেন, ‘আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না’।

পরিশেষে তিনি লেখেন, ‘যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো’।

সেই গে বা সমকামী একটিভিষ্টকে পদ থেকে সরিয়ে দিলেও সমালোচনা পিছু ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টি। সমালোচকরা বলছেন পশ্চিমা বিশ্বের অনুগ্রহ পাবার জন্যই ইচ্ছাকৃত ভাবে এই ধরনের বির্তকিত একজনকে আহ্বায়ক কমিটিতে স্থান দিয়েছিল, আবার কেউ কেউ বলছেন, এবার সরিয়ে দিয়ে ফের পশ্চিমা দের দৃষ্টি আর্কষনের চেষ্টা করছে দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *