সাম্প্রতিক সময়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে নাহিদ হাসান খন্দকার (Nahid Hasan Khondokar) নামক ব্যক্তি চাঁদা দাবির অভিযোগের মুখে পড়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement)-এর রংপুর মহানগর শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। ২ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে নাহিদ হাসান খন্দকারকে স্পষ্ট দেখা গেলেও, অপর ব্যক্তির চেহারা দেখা যায়নি। ভিডিওতে একটি বালু ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ভিডিওর বিবরণ
ভিডিও ক্লিপে দেখা যায়, একটি পুকুর খনন ও বালু উত্তোলনের বিষয়ে আলোচনার সময় এক ব্যক্তি নাহিদকে উদ্দেশ করে বলেন, ‘তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দিই। ১ লাখ টাকা দিতে পারব না, ৫ হাজার টাকা দিচ্ছি।’ জবাবে নাহিদ বলেন, ‘ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনি চালান। ভাইয়ের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে সময় নেন।’ তিনি আরও বলেন, ‘আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনও (UNO)-ডিসি (DC) কে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন, তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।’
সামাজিক প্রতিক্রিয়া
শনিবার সকালে ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এ ঘটনাকে দুঃখজনক ও দুর্নীতির অংশ হিসেবে আখ্যা দিয়েছেন।
অভিযুক্তের বক্তব্য
ঘটনার বিষয়ে জানতে নাহিদ হাসান খন্দকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘রংপুর নগরীর হাজিরহাট (Hazirhat) এলাকায় একটি ইকো পার্কের নামে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা চারজন সেখানে যাই। আমার উপস্থিতি দেখে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বেলাল নামে এক ব্যক্তি নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আসতে বলেন। আমি সেখানে গেলে তারা বিভিন্নভাবে আমাকে টাকার অফার করেছিল, যা ভিডিওতে দেখা যাচ্ছে। আমাদের যেন তাদের ব্যবসায় হাত দিতে না পারি, সে জন্য তারা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসিয়েছে।’
ইকো পার্ক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
এ বিষয়ে গ্রিন সিটি ইকো পার্ক (Green City Eco Park)-এর প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেন (Belal Hossain) বলেন, ‘আমার পার্কে পুকুর তৈরিতে খনন কার্যক্রম চলছিল। অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে নাহিদ আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এ ছাড়া তার চাঁদা দাবির অনেক কলরেকর্ড আমার কাছে আছে, যা দ্রুত প্রকাশ করা হবে।’
সংগঠনের বর্তমান অবস্থা
গত ২৪ নভেম্বর রংপুর মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement)-এর ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (Rangpur Institute of Information and Technology)-এর শিক্ষার্থী নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়।