প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সাম্প্রতিক এক ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন।
তিনি লেখেন, ধূমপান করার স্বাধীনতা দাবি করে বিশ্বের কোথাও কোনো প্রতিবাদ হয়েছে বলে আমার জানা নেই। আবার, পুরুষ ও নারীদের লুকিয়ে সিগারেট খাওয়ার পরামর্শ কোনো দেশের মন্ত্রী দিয়েছেন, এমনটাও শুনিনি।

তার মন্তব্যে বিখ্যাত কবি ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের জনপ্রিয় গানকে উল্লেখ করে তিনি লেখেন, ডিএল রায় সাহেব, সে কারণেই হয়তো লিখেছেন— ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’।
তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে, যেখানে অনেকেই বিষয়টিকে কটাক্ষ হিসেবে দেখছেন।
উল্লেখ্য লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জেনেছি উনারা নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। উনারা (লোকেরা) বাধা দেওয়ায় তাদের ওপর চা ছুড়ে মেরেছিল।’ তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন।
তিনি আরও বলেন, রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে।

তার এই বক্তব্যের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অবিলম্বে অপসারণ দাবিতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। সোমবার (৩ মার্চ) রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের পেছনে লালমাটিয়া বি ব্লক এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে নারীর ওপর আক্রমণের ঘটনা জাস্টিফাই করার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করে “ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ” নামের একটি সংগঠন।