ঢাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিককে মারধর

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ জানায়, আহত ইরানের দুই নাগরিক হলেন মোহাম্মদ আহমদ (৭৪) ও তাঁর নাতি মো. মেহেদী (১৮)। তাঁরা বাংলাদেশে ঘুরতে এসেছেন। আহত অন্যজনের খোঁজ পাওয়া যায়নি। তিনি দুই বিদেশি নাগরিককে তাঁর গাড়িতে নিয়ে এসেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় বিদেশি মুদ্রা বদলে বাংলাদেশি টাকা নিতে একটি প্রতিষ্ঠানে এসেছিলেন ইরানের দুই নাগরিক। ওই সময় সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তাঁদের মুদ্রা বিনিময় নিয়ে তর্ক হয়। এর জেরে ইরানের দুই নাগরিককে ছিনতাইকারী বলে ‘মব’ সৃষ্টি করা হয়। পরে ৯৯৯–এ কল পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *