রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল (Intercontinental) মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে রমনা থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আরও ৭০ থেকে ৮০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। বুধবার রমনা থানার ওসি গোলাম ফারুক (Golam Faruq) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি গোলাম ফারুক জানান, মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মামলার আসামিদের নাম:
১. অংঅং মারমা (২৫)
২. সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ (Eden Mohila College) শাখার সভাপতি সুমাইয়া শাহিনা (২৫)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (Jagannath University) ছাত্র ইউনিয়নের আদ্রিতা রায় (২৩)
- ছাত্র ফেডারেশনের আরমান (৩০)
- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) শাখার সভাপতি মেঘমল্লার বসু (২৮)
- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান (২৫)
- বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড (২৬)
- ছাত্র ফেডারেশনের হাসান শিকদার (২৫)
- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (ঢাবি) সীমা আক্তার (২৫)
- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌকত আরিফ (২৬)
- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈন আহাম্মেদ (২৪)
- গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহাম্মদ চৌধুরী (২৫)
এছাড়া, মামলায় ৭০ থেকে ৮০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
এজাহারে অভিযোগ:
এজাহারে উল্লেখ করা হয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানো হলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হয়। প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরে যেতে বলা হলেও তারা পুলিশের অনুরোধ উপেক্ষা করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে।
বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন (Abdullah Al Mamun) সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য রায়হান, কাউছার, মো. রোহান, মো. সাইফুল ইসলাম, রাজারবাগের নারী পুলিশ সদস্য আদিবা ও রুবিনা।