লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি আজ দেশে ফিরছেন

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া (Libya) থেকে ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে গতকাল বুধবার (১২ মার্চ) দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যাবাসিতদের আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এছাড়া, আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে।

আইওএম-এর সহযোগিতায় প্রত্যাবাসন

ত্রিপোলি (Tripoli)তে অবস্থিত বাংলাদেশ দূতাবাস (Bangladesh Embassy) জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১২ মার্চ ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, আর বাকি ৭০ জন সংকটাপন্ন পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। এছাড়া, ১২ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ বলে জানানো হয়েছে।

প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়া থেকে বুরাক এয়ারলাইন্সের ইউজেড২২২ ফ্লাইটযোগে আজ ১৩ মার্চ আনুমানিক ভোর ৩টায় ঢাকা (Dhaka) পৌঁছানোর কথা রয়েছে।

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সতর্কবার্তা

বাংলাদেশ দূতাবাস অভিবাসীদের সতর্ক করে বলেছে, তারা যেন ভবিষ্যতে দালাল ও পাচারকারীদের প্রতারণার ফাঁদে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশগমন না করেন।

২০১৭ সাল থেকে ৯ হাজারের বেশি বাংলাদেশি প্রত্যাবাসন

প্রসঙ্গত, বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৯ হাজার ১৮৩ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফেরানো হয়েছে। বিশেষ করে, ২০২৩ সালের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৪০৫ জন বাংলাদেশিকে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *