‘আপনারা নির্বাচনী সংস্কার করুন, বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে’

বিএনপির (BNP) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas) বলেছেন, “আপনারা নির্বাচনী সংস্কার করুন, বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে।” তিনি জানান, বর্তমান সরকারের হাতে তৈরি কোনো সংস্কার বিএনপি সহজে মেনে নেবে না।

“সংস্কার যদি করেন, আমরা তা সংশোধন করব। বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সেই সংশোধিত সংস্কার জাতির সামনে উপস্থাপন করবে,”—বলেন মির্জা আব্বাস।

তিনি আরও অভিযোগ করেন, কিছু তথাকথিত বুদ্ধিজীবী, যারা এ দেশের নাগরিকও নন, তাদের দিয়ে সংস্কারের পরিকল্পনা করা হচ্ছে, যা বিএনপি মেনে নেবে না।

নির্বাচনী সংস্কারে পক্ষপাতিত্বের অভিযোগ

ঢাকা মেডিকেল কলেজ (Dhaka Medical College) ও হাসপাতাল শাখার আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন,
“বিশেষ কিছু দলকে সুবিধা দিতে নির্বাচন সংস্কারের পরিকল্পনা চলছে। আমরা চাই, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, সেটুকু করুন। নির্বাচনের পর যে-ই ক্ষমতায় আসুক, আমরা তা মেনে নেব। তবে কোনো অনির্বাচিত সরকারের কথা আমরা শুনব না।”

তিনি অভিযোগ করেন, “বিনা ভোটে দেশের মানুষকে শাসন করার চেষ্টা চলছে।”

দেশকে অশান্তির দিকে ঠেলে না দেওয়ার আহ্বান

নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন,
“কেউ বলছে নির্বাচন হবে, কেউ বলছে হবে না। আমরা কোনো কিছুতেই বিশ্বাস করতে চাই না। আমরা শুধু বিশ্বাস রাখতে চাই যে ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) যে কথা দিয়েছেন, তা তিনি রাখবেন।”

তিনি আরও বলেন,
“ড. ইউনূসকে কিছু লোক বোকা মনে করছে, তারা যা খুশি বলে যাচ্ছে, যা ইচ্ছা করছে। এই লোকগুলো সংবিধান নতুন করে লেখার কথা বলছে, যা আমরা মেনে নেব না।”

মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন,
“আপনার ডান পাশে, বাঁ পাশে যারা পরামর্শ দেয়, তারা কারা? তাদের সঙ্গে জনগণের সম্পর্ক কতটুকু? কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না।”

বিএনপির আন্দোলন ও এক দফা দাবি

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন,
“বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করছে। একটাই দাবি ছিল—শেখ হাসিনার (Sheikh Hasina) পদত্যাগ। এটা মুখ ফুটে বলার দরকার নেই।”

তিনি আরও দাবি করেন, বিএনপির মহাসচিব এক দফার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে সমন্বয়কারীদের কাছে উল্লেখ করেছেন।

অনুষ্ঠানে বিএনপির নেতাদের উপস্থিতি

ঢাকা মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন—

বিএনপির অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম খান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির (Dhaka Metropolitan South BNP) আহ্বায়ক রফিকুল আলম

সদস্যসচিব তানভীর আহমেদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *