মেট্রোরেল কর্মীদের কর্মবিরতি ঘোষণায় সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ

মেট্রোরেল কর্মীদের কর্মবিরতি, ট্রেন চলাচল বন্ধ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল (Dhaka Mass Transit Company Limited)) চারজন সহকর্মীকে এমআরটি পুলিশ (MRT Police)) সদস্য কর্তৃক মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছেন মেট্রোরেল কর্মীরা। ফলে আজ (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সোমবার (১৭ মার্চ) মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেন একাধিক মেট্রোরেল কর্মী।

ছয় দফা দাবি ও কর্মসূচি ঘোষণা

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (Dhaka Mass Transit Company Limited)’-এর সব কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ তুলে ধরে ছয়টি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো:

  1. ঘটনার মূল হোতা পুলিশ সদস্য এসআই মাসুদ (SI Masud)-কে আগামী এক কার্যদিবসের মধ্যে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্য কনস্টেবল রেজনুল (Constable Rejanul) ও ইন্সপেক্টর রঞ্জিত (Inspector Ranjit)-কে শাস্তি প্রদান করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
  2. মেট্রোরেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন করতে হবে।
  3. এমআরটি পুলিশ (MRT Police)-কে অবিলম্বে বাতিল করতে হবে।
  4. স্টেশনে দায়িত্বে থাকা সিআরএ, টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ সব কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
  5. অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া ও অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
  6. আহত কর্মীদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত মেট্রোরেলের সব স্টাফ কর্মবিরতি পালন করবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি, স্টেশনে নিরাপদ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ঘটনার বিবরণ

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৫টায় দুইজন মহিলা নির্ধারিত ইউনিফর্ম ছাড়া এবং পরিচয়পত্র প্রদর্শন না করেই সিভিল ড্রেসে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে এসে ইএফও অফিসের পাশে থাকা সুইং গেট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান। দায়িত্বপ্রাপ্ত সিআরএ তাদের পরিচয় যাচাই করতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তর্কে লিপ্ত হন এবং এমআরটি পুলিশ (MRT Police) কন্ট্রোল রুমে চলে যান।

পরবর্তীতে একইভাবে দুইজন এপিবিএন (APBN) সদস্য সুইং গেট ব্যবহার করে চলে গেলে তাদের কারণ জানতে চাইলে তারা পূর্বের ঘটনার জের ধরে তর্কে জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে দায়িত্বে থাকা সিআরএর সঙ্গে তর্কে লিপ্ত হন এবং একপর্যায়ে এক সিআরএর কাঁধে রাইফেল দিয়ে আঘাত করেন। পাশাপাশি এক টিএমও-কে জোরপূর্বক পুলিশ বক্সে নিয়ে মারধর করেন এবং বন্দুক তাক করেন। উপস্থিত স্টেশন স্টাফ ও যাত্রীরা পরিস্থিতি বুঝে টিএমও-কে উদ্ধার করেন।

আহত সিআরএ-কে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital)-এ ভর্তি করা হয়েছে এবং টিএমও বাসায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *