বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্য
মার্কিন পররাষ্ট্র দপ্তর (State Department) এর নিয়মিত ব্রিফিংয়ে ফের বাংলাদেশ (Bangladesh) প্রসঙ্গ উঠে এসেছে। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন করা হলেও, দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস (Tammy Bruce) সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সোমবার (১৭ মার্চ) স্থানীয় সময় আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। তিনি উল্লেখ করেন, মার্কিন নির্বাচনের আগে তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মার্কো রুবিও (Marco Rubio)। তার অধীনে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কে মার্কিন প্রশাসনের মূল্যায়ন কী—সাংবাদিক এ প্রশ্ন রাখেন।
উত্তরে ট্যামি ব্রুস বলেন, “আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছেন— অন্য দেশে কী ঘটছে তা যুক্তরাষ্ট্র এবং প্রশাসন কীভাবে দেখে, সেটা কূটনৈতিক আলোচনার বিষয়। আমি এখানে কোনও পূর্বাভাস দিতে চাই না। পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন।”
তিনি আরও বলেন, “আমি এমন কিছু বলব না যা সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক বিবেচনার অংশ হতে পারে। এসব বিষয়ে মনোভাব প্রকাশ করা কিংবা নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”
প্রশ্নকারী পুনরায় প্রশ্ন করার ইচ্ছা প্রকাশ করলে, ট্যামি ব্রুস দুঃখ প্রকাশ করে একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।