ফাঁদে পা না দিতে দেশবাসীকে রাশেদ খানের আহ্বান

মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের মিছিল বা বিক্ষোভে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad)–এর সাধারণ সম্পাদক মো. রাশেদ খান (Md. Rashed Khan)। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ (Awami League)–কে নিষিদ্ধ ঘোষণা এবং গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে সতর্কতা ও পরামর্শ

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান (Md. Rashed Khan) বলেন, “সতর্ক ও সোচ্চার থাকুন। মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা দেওয়া যাবে না। এর ফলাফল মোটেও ভালো হবে না, বরং হিতে বিপরীত হতে পারে।”

তিনি আরও বলেন, সেনাবাহিনী (Army)–র একটি গুরুত্বপূর্ণ অংশ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ অফিসারদের ভূমিকায় আমরা আশাবাদী। আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ভবিষ্যতেও জনগণের পক্ষেই অবস্থান নেবেন।”

মসজিদের ব্যবহার নিয়ে সতর্কতা

রাশেদ খান (Md. Rashed Khan) আরও বলেন, “মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তেজনাকর কর্মসূচি গ্রহণ করা হলে তা উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হতে পারে, যা বিপরীত ফল বয়ে আনবে। এ কারণে সকলকে সচেতন ও সংযত আচরণ করতে হবে।”

রাজনৈতিক পদক্ষেপের আহ্বান

তিনি বলেন, “আনুষ্ঠানিক ঘোষণা ও বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগ (Awami League) নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করতে হবে। তবে তা হতে হবে সুপরিকল্পিত, ঠাণ্ডা মাথায় ও ধৈর্যের সঙ্গে।”

হঠকারিতার বিরোধিতা

পোস্টের শেষভাগে তিনি সবাইকে হুঁশিয়ার করে বলেন, “হঠকারিতার কারণে যেন জাতিকে চরম মূল্য দিতে না হয়। তাই আশপাশের মানুষকেও সচেতন করতে হবে। জনগণের বিজয়ের পর আমাদের প্রতিটি সিদ্ধান্ত হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বপূর্ণ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *