দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার (২২ মার্চ) দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় (University of Saskatchewan)-এর আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ (Mostofa Kamal Palash)।
কালবৈশাখী ঝড়ের সম্ভাব্য পথ
শনিবার ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ বিষয়ে সতর্কবার্তা দেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর (Rangpur), রাজশাহী (Rajshahi) ও ময়মনসিংহ (Mymensingh) বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ঝড়টি প্রথমে পঞ্চগড় (Panchagarh), ঠাকুরগাঁও (Thakurgaon) ও দিনাজপুর (Dinajpur) জেলার ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর এটি নীলফামারী (Nilphamari), রংপুর (Rangpur), লালমনিরহাট (Lalmonirhat), কুড়িগ্রাম (Kurigram) ও গাইবান্ধা (Gaibandha) জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ছড়িয়ে পড়বে।
ঢাকা, খুলনা ও বরিশালেও বৃষ্টিপাতের সম্ভাবনা
তিনি আরও জানান, একই সময়ে ঢাকা (Dhaka), খুলনা (Khulna) ও বরিশাল (Barishal) বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। সারাদিন দেশের অধিকাংশ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দেশের মধ্যাঞ্চলে গুড়ি-গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
রংপুর বিভাগে বিশেষ সতর্কতা
মোস্তফা কামাল পলাশ সতর্কবার্তা দিয়ে বলেন, রংপুর বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। তাই ঝড়ের সময় খোলা আকাশের নিচে চলাচল এবং কৃষিকাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।