২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিতের সুখবর পাওয়ার পরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল (Brazil)-এর বিপক্ষে দুর্দান্ত জয় উদযাপন করল আর্জেন্টিনা (Argentina)। বৃহস্পতিবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।
উরুগুয়ের হোঁচট, নিশ্চিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট
ম্যাচের আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে উরুগুয়ে (Uruguay) বলিভিয়াকে হারাতে না পারায় প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয় আর্জেন্টিনার। এরপরই চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয় দলটি।
আর্জেন্টিনার দাপুটে জয়
ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের খাতা খোলে আর্জেন্টিনা। দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এরপর ১২ মিনিটে এনজো ফার্নান্দেজ ব্যবধান দ্বিগুণ করেন। ২৬ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিয়ুস কুনহা গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও ৩৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান আবার বাড়িয়ে নেয় আর্জেন্টিনা।
বিরতির পর ব্রাজিল একাধিক পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হয়নি। উল্টো ৭১ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলের মাধ্যমে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
পয়েন্ট টেবিলে অবস্থান
এই জয়ের ফলে ১৪ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল।