মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বজুড়ে একাধিক দেশের পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস এবং দেশীয় শিল্পখাতকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
বাংলাদেশসহ গোটা এশিয়ায় শুল্কের খড়গ
ট্রাম্পের কঠোর শুল্কনীতির আওতা থেকে বাদ যায়নি এশিয়ার কোনো গুরুত্বপূর্ণ দেশ। মোট ৪৮টি এশিয়ার দেশ থেকে ৪৭টি দেশের ওপরই যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে। একমাত্র ফিলিস্তিন ছাড়া সকল দেশই এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
বাংলাদেশ (Bangladesh)-এর ওপর আরোপিত শুল্ক ৩৭ শতাংশ, যা তুলনামূলকভাবে বেশ উচ্চ হার।
সর্বোচ্চ ও সর্বনিম্ন শুল্কহার
এই শুল্কের তালিকায় সর্বোচ্চ ৫০ শতাংশ হার আরোপ করা হয়েছে উত্তর কোরিয়া (North Korea) এবং রাশিয়া (Russia)-র ওপর। অন্যদিকে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে মালদ্বীপ, ভুটান, নেপাল, সিঙ্গাপুরসহ আরও কিছু দেশের ওপর।
বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্কহার (শতাংশে)
- উত্তর কোরিয়া – ৫০%
- রাশিয়া – ৫০%
- কম্বোডিয়া – ৪৯%
- লাওস – ৪৮%
- ভিয়েতনাম – ৪৬%
- মিয়ানমার – ৪৪%
- শ্রীলঙ্কা – ৪৪%
- ইরাক – ৩৯%
- বাংলাদেশ – ৩৭%
- থাইল্যান্ড – ৩৬%
- চীন – ৩৪%
- ইন্দোনেশিয়া – ৩২%
- তাইওয়ান – ৩২%
- সুইজারল্যান্ড – ৩১%
- নাউরু – ৩০%
- পাকিস্তান – ২৯%
- তিউনিসিয়া – ২৮%
- কাজাখস্তান – ২৭%
- ভারত – ২৬%
- দক্ষিণ কোরিয়া – ২৫%
- ব্রুনাই – ২৪%
- মালয়েশিয়া – ২৪%
- জাপান – ২৪%
- ভানুয়াতু – ২২%
- জর্ডান – ২০%
- আফগানিস্তান – ১৮%
- আজারবাইজান – ১০%
- আর্মেনিয়া – ১০%
- বাহরাইন – ১০%
- মঙ্গোলিয়া – ১০%
- ইরান – ১০%
- ইয়েমেন – ১০%
- সংযুক্ত আরব আমিরাত – ১০%
- সৌদি আরব – ১০%
- কাতার – ১০%
- ওমান – ১০%
- কুয়েত – ১০%
- কিরগিজস্তান – ১০%
- উজবেকিস্তান – ১০%
- তুর্কমেনিস্তান – ১০%
- তাজিকিস্তান – ১০%
- সিঙ্গাপুর – ১০%
- নেপাল – ১০%
- ভুটান – ১০%
- মালদ্বীপ – ১০%
- জর্জিয়া – ১০%
এশিয়ার দেশগুলোর ওপর এই শুল্কনীতি যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।